দুলাভাই শালাকে জাকাত দিতে পারবে কি?

জিজ্ঞাসা–১৪১০: আমার মামির সাড়ে সাত ভরির উপর স্বর্ন আছে। কিন্তু মামার অবস্থা মিসকিনদের মধ্যে পড়ে। এক্ষেত্রে আমার বাবা কি তাকে জাকাত দিতে পারবেন?–Mohammad Abir Zaman

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার মামী ধনী হলেও আপনার মামা যেহেতু গরিব, সেহেতু আপনার বাবা তাকে যাকাত দিতে পারবেন। কারণ ভগ্নীপতি তার শালাকে জাকাত দিতে পারে; এক্ষেত্রে নিষিদ্ধতার কিছু নেই। বরং আত্মীয়-স্বজন গরীব হলে তাদেরকে জাকাত দেয়া উত্তম। আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন,

لَا بَأْسَ أَنْ تَجْعَلَ زَكَاتَكَ فِي ذَوِي قَرَابَتِكَ مَا لَمْ يَكُونُوا فِي عِيَالِكَ

তোমার জাকাত নিকটাত্মীয়দের দিতে কোনো সমস্যা নেই যদি তারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত না হয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৫৪৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =