নগদ টাকা নেই, জমি আছে তবে যাকাত দিতে হবে কি?

জিজ্ঞাসা–৭৭২: নগদ টাকা নেই কিন্তু জমি আছে। তবে কী যাকাত ফরয হয়েছে?– ফাতেমা রিমা।

জবাব: জমি যাকাতযোগ্য সম্পদ নয় তাই এর উপর যাকাত দিতে হবে না। তবে  উশরি জমি হলে উশর দিতে হবে।

যদি উশরি জমি পানি সেচ আর সারের সহয়তায় (আনুসাঙ্গিক খরচ বেশি হলে) চাষ করা হয় তবে উৎপাদিত ফসলের ২০ ভাগের ১ ভাগ গরিবদের মাঝে বন্টন করতে হবে। আর উশরি জমির পানি আনুসাঙ্গিক খরচ তেমন না থাকলে উৎপাদিত ফসলের ১০ ভাগের ১ ভাগ গরিবদের মাঝে বন্টন করতে হবে।

আব্দুল্লাহ ইবন ওমর রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন ,

فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ

বৃষ্টি ও ঝর্ণার পানিতে অথবা প্রাকৃতিকভাবে সিক্ত মাটি হতে উৎপাদিত ফসলের এক দশমাংশ এবং সেচ দ্বারা উৎপাদিত শস্যের এক দশমাংশের অর্ধেক দিতে হবে। (বুখারী ১৪৮৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =