নফল নামাযে ওয়াজিব বাদ পড়লে সাহু সিজদা দিতে হবে?

জিজ্ঞাসা–১৪৮২: নফল নামাজ পড়ার সময় ওয়াজিব ভঙ্গ করলে সাহু সিজদা দিতে হবে কি?–মুশফিক।

জবাব: ফরজ হোক কিংবা নফল হোক; যে কোনো নামাজে কোনো ওয়াজিব বাদ পড়লে সাহু সিজদা দিতে হয়। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 4 =