জিজ্ঞাসা-৩২: যদি কোনো ব্যক্তি দুই ফুট উচু খাটের ওপর নামাজ পড়ে তাহলে তার সামনে দিয়ে চলাচল করা যাবে কি?–মোহাম্মদ আব্দুল আউয়াল।
জবাব : দুই ফুট উচু খাটের উপর নামাজরত ব্যক্তির সামনে দিয়েও চলাচল করা যাবে না। তবে খাটের উচ্চতা থেকে নিচ দিয়ে ঝুকে চলাচল করলে অসুবিধা নেই। (ফতাওয়া মাহমুদিয়া : ১১/১৭৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- নামায পড়ার সময় বিড়াল সামনে আসলে কি সমস্যা আছে?
- গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে সিজদা কিভাবে দিবে?
- বিবাহিত নারী বাবার বাড়িতে বেড়াতে গেলে মুসাফির কিন্তু…
- জামাতের নামাজে রুকু ধরার জন্য দৌড়ে আসা
- আমি রুকুর দিকে যাচ্ছিলাম আর ইমাম সাহেব রুকু থেকে উঠছিলেন…
- এমন মসজিদে নামাজ পড়া যেখানে বিদআত আছে
- যে ব্যক্তি নামাজে অনিয়মিত; তার প্রতি নসিহত