নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা যাবে কি?

জিজ্ঞাসা-৩২: যদি কোনো ব্যক্তি দুই ফুট উচু খাটের ওপর নামাজ পড়ে তাহলে তার সামনে দিয়ে চলাচল করা যাবে কি?–মোহাম্মদ আব্দুল আউয়াল।

জবাব : দুই ফুট উচু খাটের উপর নামাজরত ব্যক্তির সামনে দিয়েও চলাচল করা যাবে না। তবে খাটের উচ্চতা থেকে নিচ দিয়ে ঝুকে চলাচল করলে অসুবিধা নেই। (ফতাওয়া মাহমুদিয়া : ১১/১৭৭)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =