নামাজের আয়াত ছুটে গেলে সাহু সিজদা লাগবে কি?

জিজ্ঞাসা– ১৩৭ : নামাজের ভিতরে যদি কিরাত পড়ার সময়  মাঝখানে একটা আয়াত মিসিং হয়ে যায় তাহলে কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি সাহু সিজদা দিলেই নামাজ হয়ে যাবে?Altaf Hosain

জবাব: কোনো আয়াত মিসিং  হয়ে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে এর কারণে তিন বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় চুপ থাকলে সাহু সিজদা ওয়াজিব হয়। (তাহতাবী ২৫৮; আপ কে মাসায়েল ৪/৫৭)

والله اعلم بالصواب

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =