নামাজের মধ্যে কি সূরার ধারাবাহিকতা ঠিক রাখতে হয়?

জিজ্ঞাসা–৩৭২: আসসালামু আলাইকুম, হযরত_নামাজের মধ্যে কি সুরার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে?, নাকি পরের সুরা আগে ও আগের সুরা পরে (যেমন- প্রথম রাকাতে সুরা নাছ ও পরের রাকাতে সুরা ফালাক) পড়া যাবে? রেফারেন্স সহ জানালে উপকৃত হবো, ধন্যবাদ।–আব্দুল্লাহ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নকারী ভাই, নামাযের মধ্যে সূরাসমূহের ধারাবাহিকতা লঙ্ঘন করা মাকরূহে তানযীহী বা অনুত্তম। (আল মাদখাল ফী দিরাসাতিল কোরআন ৩২৬,৩২৭)
তবে সূরাসমূহের এই ধারাবাহিকতা রক্ষা করার  প্রয়োজনীয়তা নফল নামাযের ক্ষেত্রে নেই। কেননা, হাদিসে আমরা পাই, হুযাইফা রাযি. একবার রাসূলুল্লাহ ﷺ এর পিছে তাহাজ্জুদ আদায় করেছিলেন তখন রাসূলুল্লাহ ﷺ প্রথম সূরা বাকারা , তারপর সূরা নিসা , তারপর সূরা আলে ইমরান তিলাওয়াত করেছিলেন । (মুসলিম, কিতাবুস সালাত ১৬৯৭)

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–২২০

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =