নামাজের সিজদায় দোয়া কোন ভাষায় করা যাবে?

জিজ্ঞাসা–১২৭৪: শুনেছি ফরজ সালাতে সিজদায় গিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। আমার প্রশ্ন হলো, আরবি ভাষায় দোয়া করতে হবে? মাতৃভাষায় দোয়া করা যাবে কি না?–রাজু।

জবাব: ফরজ নামাযে সিজদায় অন্য দোয়া না করা উত্তম ৷ নফল নামাযে সিজদা অবস্থায় কুরআন-হাদীসে বর্ণিত দোয়াসমূহ পড়া যাবে। তবে নফল হোক কিংবা অন্য কোনো নামাযে অনারবী ভাষায় দুআ করা নিষিদ্ধ। (সুনানে আবু দাউদ ১/১২৬; আদ্দুররুল মুখতার ১/৫২১; হাশিয়া তাহতাবী আলাদ্দুর পৃ. ১/২২৯; মাহমুদিয়া ১২/৮৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =