নামাযের ফিদিয়া

জিজ্ঞাসা–৪৪৪: আমার বোন ইন্তেকাল করেছেন, তার কিছু দিনের নামাজ কাযা আছে। এখন ফিদিয়া কিভাবে দিব? জানালে উপকৃত হব। –khadim

জবাব: বিতরসহ প্রতি ওয়াক্ত নামায হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য পৌনে দুই সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরীব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে। অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরীবকে দুই বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। যা সদকায়ে ফিতির এর টাকা পরিমাণ হয়। (ফতাওয়া শামী-২/৭২)

সহজ কথায়, প্রতিটি নামাযের জন্য সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবকে দান করে দিতে হবে।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 3 =