নামাযে অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন?

জিজ্ঞাসা–১৪৮৯: নামাজের আগে ওজু ভেঙ্গে গেছে কিনা নামাজ শেষ করার পরে সন্দেহ হলে নামাজ কি আবার পড়তে হবে?–SHAKIL KHANDAKAR

জবাব: শুধু সন্দেহের কারণে আপনার অজু নষ্ট হবে না; বরং অজু ভাঙ্গার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত হওয়া ছাড়া আপনি এটাই মনে করবেন যে, আপনার অজু ভাঙ্গে নি। যেহেতু অজু ভাঙ্গে নি সুতরাং ওই নামায আবার পড়তে হবে না। আর যদি আপনি পরিপূর্ণ নিশ্চিত হন যে, আপনার অজু ভেঙ্গে গিয়েছে তাহলে নামায ছেড়ে পুনরায় অজু করে আবার নামায পড়ে নিবেন।

হাদিস শরিফে এসেছে, যখন এক ব্যক্তি তাঁর কাছে অভিযোগ করলেন যে, তার কাছে মনে হয় যে, সে নামাযের মধ্যে কিছু একটা পাচ্ছে। তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বলেছেন,

لاَ يَنْصَرِفُ حَتَّى يَسْمَعَ صَوْتًا ، أَوْ يَجِدَ رِيحًا

সে যেন শব্দ শুনা কিংবা গন্ধ পাওয়া ছাড়া নামায না ছাড়ে। (সহিহ বুখারী ১৩৭ সহিহ মুসলিম ৩৬১)

উল্লেখ্য যে, এটা এক প্রকার ওয়াসওয়াসা। এটা আপনি যত আমলে নিবেন তা তত বাড়তে থাকবে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি এর দিকে কোন ভ্রূক্ষেপ করবেন না।

এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য পড়ুন-জিজ্ঞাসা নং– ৫২৩।

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 16 =