জিজ্ঞাসা–৪৮২: নামাযে কোন ওয়াজিব বাদ পড়লে বা অধিক করলে সাহু সেীদা দিতে হয়। কিন্তু ফরজ, সুন্নাত বাদ বা অধিক করলে কী বিধান? আর ইমামের ইক্তেদায় থাকাকালীন যদি কোন হুকুম বাদ পড়ে বা অধিক হয়, তখন বিধান কী।–এম. হোসাইন
জবাব: নামাযে কোন ফরয ভুলে বাদ পড়ে গেলে আবার নতুন করে নামায পড়তে হবে। (হেদায়া-১/৯৭) কোন ফরয ভুলবশতঃ একাধিকবার আদায় করলে সাহু সিজদা দিতে হবে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪) পক্ষান্তরে সুন্নত বাদ পড়লে কিংবা একাধিকবার আদায় করে ফেললে সাহু সিজদা দিতে হবে না।
আর ইমামের সঙ্গে নামায আদায়রত অবস্থায় মুক্তাদির ভুল হলে সাহু সিজদা ওয়াজিব হয় না। বরং নামায হয়ে যায়। উল্লেখ্য, খুশুখুযু ও একাগ্রতার সাথে নামায আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৪৫৬০)
কী কারণে সাহু সিজদা দিতে হয় এবং কিভাবে দিতে হয়–জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৪৭৬
আর নামাযে মনোযোগ ধরে রাখার উপায় জানতে হলে পড়ুন–জিজ্ঞাসা নং–৫৪
মাওলানা উমায়ের কোব্বাদী