নামাযে সূরার ধারাবাহিকতা রক্ষা না করা

জিজ্ঞাসা–২১৭: আসসালামু আলাইকুম, আমি আকজন ছাত্র , নামাজে সুরা মিলানোর ক্ষেত্রে কোরআনের ধারাবাহিকতা ঠিক না থাকলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?– রুহান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নামাযে সূরার ধারাবাহিকতা রক্ষা করা মুসতাহাব। ফরয নামাযে ইচ্ছাকৃতভাবে সূরার ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা অনুত্তম। অবশ্য ভুলবশত হলে ক্ষতি নেই। (ইলাউস সুনান ৪/১৪৫; আদ্দুররুল মুখতার ১/৫৪৬-৫৪৭ ফাতাওয় মাহমূদিয়া ৭/১০২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =