নারীদের চুড়ি ও নাক ফুল পরার বিধান

জিজ্ঞাসা–৯৯৫: বিবাহিত নারীদের জন্য হাতে চুরি এবং নাক ফুল এগুলো পড়া ইসলামে জায়েয আছে কি? যদি একটু খুলে বলতেন হুজুর।–akkas

জবাব: নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বিবাহিত/অবিবাহিত যে কোনো নারীর জন্য চুড়ি ও নাক ফুলসহ যে কোনো অলঙ্কার পরিধান করা জায়েয।

–উগ্রতার বহিপ্রকাশ ঘটে এমন অলঙ্কার ব্যবহার করা যাবে না।

–অমুসলিম সংস্কৃতি ও ধর্ম বিশ্বাসের সাথে সম্পৃক্ত অলঙ্কার ব্যবহার করা যাবে না।

–প্রাণীর ছবি অঙ্কন করা হয়েছে এমন অলঙ্কার ব্যবহার করা যাবে না।

ইবনু কুদামা রহ. বলেন,

ويباح للنساء من حلي الذهب والفضة والجواهر كل ما جرت عادتهن بلبسه

‘নারীদের জন্য সোনা রুপা ও যে কোনো ধাতুর অলঙ্কার (যেমন, হিরা, চুনী, পান্না, রুবী, মার্বেল, মুক্তা ইত্যাদি) যেগুলো তারা সাধারণত পরিধান করে থাকে;  ব্যবহার করা বৈধ।’ ( আলমুগনী ২/৩২৫)

নাক ফুল সম্পর্কে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটিকে জিজ্ঞাসা করা হলে তাঁরা উত্তর দিয়েছেন,

حكم وضع الزمام في الأنف : يجوز ؛ لأن ثقب الأنف للزينة وليس للإيذاء أو تغيير خلق الله

‘নারীদের জন্য নাকে ফুল পরা জায়েয। নারীর নাক ফোঁড়া হয় সৌন্দর্যের জন্য; নারীকে কষ্ট দেওয়া অথবা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য নয়।’ (ফাতাওয়াল লাজনাদ দায়িমা লিল বুহুসিল ইলমিয়্যা ওয়াল ইফতা ২৪/৩৬)

আরো পড়ুন-নারীদের জিজ্ঞাসা

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =