না পাওয়া বেতনের টাকার কি জাকাত দিতে হবে?

জিজ্ঞাসা–১৪৫৭: আসসালামুয়ালাইকুম, আমি ৪ মাস (জানুয়ারি থেকে এপ্রিল) পর্যন্ত বেতন পায় না। আর আমার জাকাত আমি রামাদানের প্রথমেই দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই না পাওয়া বেতনের টাকার কি জাকাত দিতে হবে? (উল্লেখ্য পরবর্তীতে আমি এই বেতন ইনশাআল্লাহ পেয়ে যাব)।–Shah Iqbal

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

চার মাসের বকেয়া বেতন যেহেতু এখনো পান নি, তাই আপনাকে এ টাকার জাকাত দিতে হবে না। বকেয়া বেতন হস্তগত হওয়ার পর তা জাকাতযোগ্য বলে গণ্য হবে এবং তখন থেকে বছরান্তে নিসাব পরিমাণ থাকলে তার জাকাত দিতে হবে।  (বাদায়িউস সানায়ে  ২/৯০ আলবাহরুর রায়েক  ২/২০৭ জাওয়ারিরুল ফিকহ  ৩/২৬১)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =