পঙ্গপাল (ফড়িং, টিড্ডি) খাওয়া কি জায়েয?

জিজ্ঞাসা–১৩৮৪: আসসালামুয়ালাইকুম। পঙ্গপাল, ফড়িং, টিড্ডি ইত্যাদি খাওয়া কি জায়েয? কতিপয় আহলে হাদিস আলেম সহিহ হাদিসের আলোকে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে এই পঙ্গপাল খাওয়া নাকি জায়েজ আছে বলছেন, বর্তমানে বাংলাদেশের পঙ্গপাল ফড়িং ইত্যাদি আক্রমণ করলে সেগুলো খাওয়া কি জায়েজ হবে? একটু বিশ্লেষণপূর্ণ রেফারেন্সমূলক উত্তর দিবেন আশা করি। জাজাকল্লাহ।—নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

পঙ্গপাল বা ফড়িং বা টিড্ডি–যাকে আরবী ভাষায় جراد এবং ইংরেজি ভাষায় locust বলা হয় তা খাওয়া হালাল। (রদ্দুল মুহতার ৬/৩০৭)

কেননা, হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনু আবূ আওফা রাযি. বলেন,

غَزَوْنَا مع النبيِّ ﷺ سَبْعَ غَزَوَاتٍ أوْ سِتًّا، كُنَّا نَأْكُلُ معهُ الجَرَادَ

আমরা নবী ﷺ-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশ গ্রহণ করি। আমরা তার সঙ্গে ফড়িংও খাই। (বুখারী ৫৪৯৫)

অপর হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনু ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

أُحلّتْ لنا ميتتانِ ودمانِ : الجرادُ والحيتانُ والكبدُ والطحالُ

খাদ্যরূপে ‘দু’প্রকারের মৃত প্রাণী এবং দু’প্রকার রক্তকে আমাদের (মুসলিমদের) জন্য হালাল করা হয়েছে। দু’প্রকার মৃত প্রাণী হচ্ছে–টিড্ডি (পঙ্গপাল) ও মাছ। এবং রক্তের দু’প্রকার হচ্ছে— (হালাল প্রাণীর) কলিজা ও হৃৎপিণ্ড। (মুসনাদে আহমাদ ৫৭২৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =