পবিত্র অবস্থায় তালাক দিলে কি তালাক হয়?

জিজ্ঞাসা–৭১২: সহবাসের পর পবিত্র অবস্থায় তালাক দিলে কি তালাক হয় ? কুরআন ও হাদীসের আলোকে রেফারেন্সসহ জানালে উপকৃত হব। শাহীন।

জবাব: যে কোনো অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হয়ে যায়। হাদিসে এসেছে,আবু হুরায়রা রাযি বলেন, রাসূলুল্লাহ বলেছেন,

ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ

তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ্, তালাক ও রজয়াত। (আবু দাউদ ২১৯৪ তিরমিযি ১১৮৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =