পাঠা কোরবানী দেওয়া যাবে কি?

জিজ্ঞাসা–২৭১: পাঠা কোরবানী দেওয়া যাবে কি? পাঠার গোশত কি হালাল?–Rabiul islam

জবাব: পাঠার গোশত হালাল এবং পাঠা ছাগল কুরবানী দেওয়া যায়। তবে খাসী ছাগল কুরবানী দেওয়া উত্তম। কারণ রাসূলুল্লাহ খাসী কুরবানী দিয়েছিলেন। জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ -এর নিকট দু’টি মোটা-তাযা সাদা-কালো শিংওয়ালা খাসী ছাগল নিয়ে আসা হ’ল। তিনি দু’টির একটি মাটিতে ফেলে দিলেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যবেহ করলেন। (ইবনু মাজাহ্ ৩১২২; মিশকাত)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =