পাত্র পাত্রীর কতটুকু দেখতে পারবে?

জিজ্ঞাসা–৯৬৮: আসসালামু আলাইকুম, বিয়ের জন্য মুখ দেখতে আসলে ছেলের সামনে মেয়ের হাতের কব্জি ও পায়ের পাতা খোলা রাখা কি জায়েজ আছে?–Kaniz Fatema

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে শুধু পাত্রীর চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা দেখা যাবে। এছাড়া অন্যকোন অঙ্গ দেখা যাবে না। এমনকি মাথার চুলও দেখা যাবে না।

ইবন আবেদীন রহ. বলেন,

 يباح النظر إلى الوجه والكفين والقدمين لا يتجاوز ذلك

পাত্রীর চেহারা, দুই হাতের কব্জি ও দুই পা (পাতা) দেখা জায়েয। এর বেশি দেখা যাবে না। (হাশিয়া ইবন আবেদীন ৫/৩২৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =