জিজ্ঞাসা–৫২৭: প্রস্রাব করার পর লজ্জাস্থান কীভাবে ধুতে হবে? লজ্জাস্থানে ওপর থেকে পানি ঢেলে দিলেই হবে নাকি ধোয়ার ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল লাগাতে হবে, লজ্জাস্থানের ছিদ্রে কিছুটা প্রস্রাব লেগে থাকে, সেক্ষেত্রে ছিদ্রের ভিতরেও কি পানি প্রবেশ করাতে হবে? Plz জানাবেন।–Intu sk
জবাব: পেশাব করার পর ছিদ্রের ভেতরে পানি প্রবেশ করানোর কষ্ট করতে হবে না; বরং লজ্জাস্থানের মাথা ধুয়ে নিলেই হবে। মূল বিষয় হল, নাপাকী দূর হয়েছে- এটা নিশ্চিত হওয়া। সুতরাং যদি নিশ্চিত হন যে, নাপাকী অন্যত্রও লেগেছে তাহলে তাও ধুয়ে নিতে হবে। আর নাপাকী ধুতে গিয়ে বা ইস্তিঞ্জা করতে গিয়ে হাত ব্যবহার করা জরুরি নয়। তবে যদি ব্যবহার করেন তাহলে বাম হাত করতে হবে। কেননা, ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা মাকরূহ। আয়েশা রাযি. বলেন,
كَانَتْ يَدُ رَسُولِ اللهِ ﷺ الْيُمْنَى لِطُهُورِهِ، وَطَعَامِهِ وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَ مِنْ أَذًى
রাসূলুল্লাহ ﷺ-এর ডান হাত ছিল পবিত্রতা অর্জন ও খাদ্য গ্রহণের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচ ও অন্যান্য নিকৃষ্ট বা কষ্টদায়ক কাজের জন্য। (আবু দাউদ ৩১)
মাওলানা উমায়ের কোব্বাদী