পোশাকে ধুলো-বালি লাগলে ওযু ভঙ্গ হবে কি?

জিজ্ঞাসা–১১১৪: পোশাকে ধুলো লাগলে ওযু ভাঙবে কি?–নাজমুল আহসান রুহান।

জবাব: পোশাকে ধুলো-বালি লাগলে ওযু ভঙ্গ হয় না। কেননা, যদি কেউ পবিত্র অবস্থায় থাকে তাহলে পোশাকে ধুলো-বালি লাগা ওযু ভঙ্গের কারণ নয়; যতক্ষণ না ওযু ভঙ্গের কোনো কারণ না ঘটে।

আর ওযু ভঙ্গের কারণসমূহ জানার জন্য পড়ুন, জিজ্ঞাসা নং–৭৯৯। 

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =