প্রভিডেন্ট ফান্ডের হুকুম

জিজ্ঞাসা–১১৩৮: প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে আমার বেতন থেকে ১০০ টাকা কাটলে কোম্পানি থেকে ১০০ টাকা জমা করা হয়। এই টাকাটা আমার জন্য হালাল কিনা?–আকতার ইমাম।

জবাব: জিপি ফান্ডের ব্যাপারে মুফতিগণ বলেন, সরকারী প্রতিষ্ঠানের বাধ্যতামূলক জিপি ফান্ডে যতটুকু জমা করা আবশ্যক শুধু ততটুকু রাখা হলে জমাকৃত অংশ এবং অতিরিক্ত অংশ পুরোটাই আপনার জন্য বৈধ। এক্ষেত্রে অতিরিক্ত অংশকে সুদ বলা হলেও শরীয়তের দৃষ্টিতে তা সুদের অন্তর্র্ভুক্ত নয়। তবে উক্ত জিপি ফান্ডে স্বেচ্ছায় কর্তন করানো জায়েয নেই। যদি কেউ স্বেচ্ছায় টাকা কর্তন করে তাহলে তার উপর প্রাপ্ত সুদের টাকা গরীবদেরকে সদকা করে দিতে হবে। (আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭; ইমদাদুল আহকাম ১/৪৭৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =