প্রস্রাব শরীরে লাগলে কি গোসল ফরজ হয়?

জিজ্ঞাসা–৬৬৩: প্রস্রাব শরীরে লাগলে কি গোসল ফরজ হয়?–মাজহারুল ইসলাম রাফি।

জবাব: পেশাব যেন শরীরে বা কাপড়ে না লাগে; এ ব্যপারে পুরোপুরি সতর্ক থাকতে হয়। কেননা, মানুষের পেশাব নাজাসাতে গলিযা (কঠোর নাপাক)। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

استنزهوا من البول فإن عامة عذاب القبر منه

তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)

সুতরাং যে অঙ্গে বা কাপড়ে পেশাব লাগবে, অবশ্যই ঐ অঙ্গ বা কাপড়ের ওই অংশ ধৌত করে নিতে হবে।  কিন্তু এর দ্বারা গোসল ফরয হয় না।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =