ফজর নামাজের সুন্নত ছুটে গেলে করণীয়

জিজ্ঞাসা–১৪৩৭: এক দিন ঘরে ইমাম সাহেব ভুলে ফজরের নামাজের সুন্নতের আগে ফরযের জামাত করে, পরে মনে পড়ে সুন্নত পড়া হয় নি । এখন কী করণীয়?–আজম।

জবাব: কোনো ব্যক্তি যদি ফজর নামাযের পূর্বে সুন্নত পড়তে না পারে তাহলে এক্ষেত্রে দলীল-প্রমাণের আলোকে শক্তিশালী মত হল, এ ব্যক্তি ফজরের সুন্নত সূর্যোদয়ের পর আদায় করবে। ফরযের পর সূর্যোদয়ের পূর্বে আদায় করবে না। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ لمْ يُصَلِّ ركعتَي الفجْرِ ، فلْيُصلِّها بعدَ ما تَطلُعُ الشمْسُ

যে ব্যক্তি ফজরের দুই রাকাআত সুন্নাত (ফরযের পূর্বে) আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে। তিরমিযী ৪২৩)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =