ফরজ গোসলের সুব্যবস্থা না থাকলে ফজর নামাজ কিভাবে পড়বে?

জিজ্ঞাসা–১২৯৯: আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে স্বপ্নদোষ হয়ে গেলে যদি গোসল করতে অসুবিধা হয় অর্থাৎ রাতে যদি গোসলের সু ব্যবস্থা না থাকে তাহলে ঐ অবস্থায় ফজরের নামাজ কিভাবে পড়ব?–নুরুল।

জবাব: পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে পানি। যা আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ  করে রেখেছেন। আর সব সময়ই মনে রাখতে হবে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ। এক্ষেত্রে তীব্র লজ্জা কিংবা গোসলের পরিবেশ নাই মনে করা শরিয়তসম্মত ওজর নয়। (বাদায়ে, ১/১৫১)

হাদিস শরিফে এসেছে, নওফেল বিন মুআবিয়া রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ فَاتَتْهُ الصَّلَاةُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ

যার নামায ফউত হয়ে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। (মুসনাদে আহমাদ ২৩৬৪২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =