জিজ্ঞাসা–৬৩৩: আমাদের গ্রামের একজন ব্যক্তি আছে যিনি স্ত্রীর রোজগার খায় এবং দাঁড়ি কেটে ফেলে মসজিদের ইমাম প্রায় সময় বাড়িতে চলে যায়। তখন সেই ব্যক্তি নিজের ক্ষমতার জোরে নামাজ পড়াতে দাঁড়ায়। আমরা কয়েকজন যুবক ছাড়া বাকি সব মুরব্বি কিছুই বলে না, আর মুরব্বিরা কোন বিষয়ে প্রতিবাদও করে না। ওই ব্যক্তির পেছনে কি নামাজ হবে?– ইকরামুল হক।
(বাদায়ি’ ৪/১৯২)
বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–১৬২।
আর দাঁড়ির বিধান সম্পর্কে বিস্তারিত জানতে হলে পড়ুন জিজ্ঞাসা নং–১৪২।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী