ফেক আইল্যাস বা কৃত্রিম পাপড়ি লাগানো

জিজ্ঞাসা–১০০৩: السلام عليكم মুফতি সাহেব, আমার প্রশ্নটি হচ্ছে, মেয়েরা সাজসজ্জার উদ্দেশ্যে যে ফেক আইল্যাস (নকল চোখের পাপড়ি) পরিধান করে থাকে, সেটি পরিধান কি জায়েজ?–নওশীন হক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

ফেক আইল্যাস বা কৃত্রিম পাপড়ি লাগানো জায়েয নেই।  ড. খালিদ আল মুসলিহ বলেন,

أخاف أن تكون من الوصل المحرم الذي لعن الله فاعله، كما جاء الخبر عن رسول الله: (لعن الله الواصلة والمستوصلة) عن جماعة من الصحابة رضي الله عنهم، … ومما لا يخفي أن في هذا العمل كذبا، وقد يكون معه تدليس أو غش، فالذي أنصح به الأخوات أن يجتنبن مثل هذه الوسائل التجميلية، والاكتفاء بالمباح،

আমি আশঙ্কা করছি, এটি নিষিদ্ধ পরচুলার অন্তর্ভুক্ত, যার কর্তাকে আল্লাহ তাআলা লানত করেছেন। যেমনটি হাদিসে রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরামের অনেকেই বলেছেন যে, ‘আল্লাহ তাআলা পরচুলা ব্যবহারকারিনী ও যে ব্যবহার করায় উভয়কে লানত করেছেন।’ আর এটা তো স্পষ্ট যে, কাজটি মিথ্যার অন্তর্ভুক্ত। এটা প্রতারণাও। এজন্য মুসলিম বোনদেরকে আমি উপদেশ দিচ্ছি, তারা যেন এধরণের মেকআপ থেকে বেঁচে থাকে এবং বৈধ মেকআপ নিয়ে সন্তুষ্ট থাকে। (http://www.almosleh.com)
والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 6 =