ফেসবুকে পরনারীর সাথে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ রাখা

জিজ্ঞাসা–৩০১: ফেসবুকে পরনারীর সাথে মেসেজের মাধ্যমে কি যোগাযোগ রাখা ঠিক হবে?–মোঃ আব্দুল কাদের।

জবাব: বিনা প্রয়োজনে যোগাযোগ রাখা জায়েয হবে না। কেননা এতে ফেতনার আশঙ্কা রয়েছে। রাসূল ইরশাদ করেন,

اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظْرُ وَالْاُذُنَانِ زِنَاهُمَا الْاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُمَا الْككَلَامُ وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهُمَا الخُطَا وَالْقَلْبُ يَهْوِىْ وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَالِكَ الْفَرْجُ اَوْ يُكَذِّبُه

দুই চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হল পরনারীর কণ্ঠস্বর শোনা, জিহবার ব্যভিচার হল, [পরনারীর সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের ব্যভিচার হল পরনারী স্পর্শ করা, পায়ের ব্যভিচার হল গুনাহর কাজের দিকে পা বাড়ান, অন্তরের ব্যভিচার হল কামনা-বাসনা আর গুপ্তাঙ্গঁ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে। (সহীহ মুসলিম ২৬৫৭, মুসনাদে আহমাদ ৮৯৩২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন: ফেসবুকে পরনারীর সঙ্গে কথা বলা জায়েয আছে কি?

আরো পড়ুন: ফেসবুকীয় গুনাহ থেকে তাওবা করেছি তবে…

আরো পড়ুন: ফেসবুকে ইসলাম প্রচার করতে গিয়ে নকল আইডি ব্যবহার করা যাবে কি?

আরো পড়ুন: হারাম রিলেশনের পর তাওবা করলে শাস্তি মওকুফ হবে কিনা?

আরো পড়ুন: ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সালাম দিলে উত্তর কিভাবে দিবে?

আরো পড়ুন: ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যাবে কিনা?

আরো পড়ুন: imo,whatsap,viber,messenger ইত্যাদিতে পাঠানো সালামের উত্তর দিতে হয় কিনা?

আরো পড়ুন: প্রেম করা জায়েয আছে কিনা?  

আরো পড়ুন:

আরো পড়ুন: ব্যভিচার থেকে তাওবা এবং ব্যভিচারীর শাস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 6 =