বাথরুমে বিবস্র হয়ে গোসল করা কি গুনাহ?

জিজ্ঞাসা–১৩৭৫: বাথরুমে চার দেয়ালের মাঝে বন্দী অবস্থায় উলঙ্গভাবে গোসল করা কি হারাম অথবা অনেক বড় গুনাহ কি?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: গোসলখানায় বা বাথরুমে যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে। তবে এটা না করাই উত্তম। কেননা শয়তান তখন ধোঁকা দেয়। এটা নিন্দনীয় কাজ। সুতরাং এমনটি করা অনুচিত। ফাতাওয়া মাহমুদিয়া (৪/৩৮৭)

কেননা,  হাদিস শরিফে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। যেমন এক হাদিসে এসেছে, মুআবিয়া ইবন হায়দা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

قُلْتُ يا رسولَ اللَّهِ عوراتُنا ما نأتي منْها وما نذَرُ، قالَ: احفظ عورتَكَ إلَّا من زوجتِكَ أو ما ملَكت يمينُك، قالَ قلتُ: يا رسولَ اللَّهِ الرَّجلُ يَكونُ معَ الرَّجلِ قالَ: إنِ استطعتَ ألَّا يراها أحدٌ فافعل قلتُ: فالرَّجلُ يَكونُ خاليًا قالَ: اللَّهُ أحقُّ أن يُستحيا منْهُ

আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছাড়ব? রাসূলুল্লাহ ﷺ  উত্তরে বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হিফাজত করবে। মুআবিয়া রাযি. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে? রাসূলুল্লাহ ﷺ  বললেন, যথাসম্ভব তোমার সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে। আমি বললাম, যদি কোন ব্যক্তি একাকী থাকে? রাসূলুল্লাহ ﷺ  বললেন, লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তাআলা অধিক হকদার। (তিরমিযী ২৭৬৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =