বিনোদনের উদ্দেশ্যে দেশ-বিদেশ ঘুরতে যাওয়া

জিজ্ঞাসা–৯৬৫: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। শ্রদ্ধেয়, আমি জানতে চাচ্ছি, অনেকেই বছরের যেকোনো একদিন দূরে কোথাও ঘুরতে চায়, কারো সাথে করে, বা কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে, মনের আনন্দ বাড়ানোর জন্য, ইসলামের দৃষ্টিতে এটা যুক্তিকতা আশা করছি, উপযুক্ত রেফারেন্স দিলে খুশি হব।–মোঃ আরিফুর রহমান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

আমোদ-প্রমোদ, বিনোদন ও অবকাশ যাপনের উদ্দেশ্যে নোংরা ও অশ্লীল-পরিবেশে ভ্রমণ করা জায়েয নেই। কেননা, মুমিন গুনাহর পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার ব্যাপারে আদিষ্ট। ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (২৬/২২৪)-তে বলা হয়েছে,

إذا كانت هذه السياحة مشتملة على تسهيل وتيسير فعل المعاصي والمنكرات والدعوة إليها : فإنه لا يجوز لمسلم يؤمن بالله واليوم الآخر أن يكون عوناً على معصية الله ومخالفة أمره ، ومن ترك شيئاً لله عوَّضه الله خيراً منه

‘যদি ভ্রমণটি হয় এমন যে, এর কারণে গুনাহ ও নাফরমানি সহজ হয় এবং গুনাহর প্রতি আকর্ষণ তৈরি হয় তাহলে যে মুসলিম আল্লাহ ও আখেরাত দিবসকে বিশ্বাস করে তার জন্য জায়েয নেই, আল্লাহর অবাধ্যতা ও তাঁর হুকুমের বিরোধিতা করার কাজে সহযোগিতা করা। আর যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিবে আল্লাহ এর পরিবর্তে তাকে এর চাইতে উত্তম জিনিস দান করেন।’

বিস্তারিত পড়ুন, জিজ্ঞাসা নং–৫৫৪

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =