বুকের লোম কাটা যাবে কিনা?

জিজ্ঞাসা–৯১: আমার প্রশ্ন হল, বুকের লোম খুব বেশি হলে কাটা যাবে কিনা? দলিলসহ জানালে উপকৃত হবো ।–ইখতিয়ার উদ্দিন।

জবাব: বুকের লোম কাটা হারাম নয় তবে উত্তমও নয়।

وفي حلق شعر الصدر والظهر ترك الأدب (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/583)

অর্থাৎ,বুক ও পিঠের লোম ছাঁচা শিষ্টাচার পরিপন্থী। (রদ্দুল মুহতার ৯/৫৮৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 13 =