বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা-মাটি ও পানি কি নাপাক?

জিজ্ঞাসা–৪৬২: বৃষ্টির মৌসুমে রাস্তার কাদা, জমাট বাঁধা পানি, ড্রেনের পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে কিনা?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: বৃষ্টির সময় রাস্তায় যেসব কাদা-মাটি ও পানি জমে কিংবা ড্রেনের পানি যা বৃষ্টির পানির সঙ্গে মিশে যায়; তা পাক। এ পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হবে না। কেননা এ থেকে বাঁচা অসম্ভব। তবে এ পানি ময়লাযুক্ত বিধায় ধুয়ে নেয়া ভাল।

হ্যাঁ, যদি পানিতে স্পষ্ট নাপাকি দেখা যায় তবে সে পানি নাপাক। (রদ্দুল মুহতার ১/৫৩০)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + six =