ভালো কাজ করে গুনাহও করে, এমন ব্যক্তি কি নাজাত পাবে?

জিজ্ঞাসা–৫৬৯: আসসালামু আলাইকুম,আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা এরকম যে, কোনো ব্যাক্তি অনেক বেশি পরোপকারী, রক্ত দান করে, দানশীল, পিতা-মাতার বাধ্য সন্তান (কিন্তু তাদের সুন্নাত পরিপন্থী আদেশও মানে), গোপনে যিনা করে, পরনারী আসক্ত ও বেনামাজি। সে ক্ষেত্রে তার ভালো কাজগুলির জন্য সে কিমুক্তি পেতে পারে? জানাটা খুব দরকার। প্লিজ।–sabiha

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

আবু সাঈদ খুদরী রাযি. কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন,

فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : شَفَعَتْ الْمَلَائِكَةُ ، وَشَفَعَ النَّبِيُّونَ ، وَشَفَعَ الْمُؤْمِنُونَ ، وَلَمْ يَبْقَ إِلَّا أَرْحَمُ الرَّاحِمِينَ ، فَيَقْبِضُ قَبْضَةً مِنْ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ ، قَدْ عَادُوا حُمَمًا ، فَيُلْقِيهِمْ فِي نَهَرٍ فِي أَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ نَهَرُ الْحَيَاةِ ، فَيَخْرُجُونَ كَمَا تَخْرُجُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ، فَيَخْرُجُونَ كَاللُّؤْلُؤِ فِي رِقَابِهِمْ الْخَوَاتِمُ يَعْرِفُهُمْ أَهْلُ الْجَنَّةِ ، هَؤُلَاءِ عُتَقَاءُ اللَّهِ الَّذِينَ أَدْخَلَهُمْ اللَّهُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا خَيْرٍ قَدَّمُوهُ

…এরপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীগণও সুপারিশ করেছে এবং মুমিনরাও সুপারিশ করেছে, কেবল আরহামূর রাহিমীন-পরম দয়াময়ই রয়ে গেছেন। এরপর তিনি জাহান্নাম থেকে একু মুঠো তুলে আনবেন, ফলে এমন একদল লোক মুক্তি পাবে, যারা কখনো কোনো নেক আমল করে নি এবং আগুনে জ্বলে অঙ্গার হয়ে গেছে। পরে তাদেরকে জান্নাতে প্রবেশ মুখের ‘নাহরুল হায়াতে’ ফেলে দেয়া হবে। তারা এতে এমনভাবে সতেজ হয়ে উঠবে, যেমন শস্য অংকুর স্রোতবাহিত পানিতে সতেজ হয়ে ওঠে। এরপর তারা নহর থেকে মূক্তার মত ঝকঝকে অবস্থায় উঠে আসবে এবং তাদের গ্রীবাদেশে মোহরাঙ্কিত থাকবে, যা দেখে জান্নাতিগণ তাদের চিনতে পারবে যে,  এরা হলো ‘উতাকাউল্লাহ’ আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। ”আল্লাহ তায়ালা নেক আমল ব্যতীতই তাদেরকে জান্নাতে দাখিল করবেন। (মুসলিম ৩৫১)

এজন্য মোল্লা আলী কারী রহ. বলেন,

ولا نقول: إن المؤمن لا تضره الذنوب، ولا نقول: إنه لا يدخل النار، ولا نقول: إنه يخلد فيها وإن كان فاسقا بعد أن يخرج من الدنيا مؤمنا

আমরা (আহলুসসুনাহ ওয়াল জামাআ’তের আলেমগণ) একথা বলি না যে, গুনাহ মুমিনের কোন ক্ষতি করবে না এবং এ কারণে সে জাহান্নামে প্রবেশ করবে না। আমরা একথাও বলি না যে, গুনাহর কারণে মুমিন চিরস্থায়ী জাহান্নামী হবে। (শরহুল ফিকহিল আকবার ৭২)

আরো বিস্তারিত জানার জন্য পড়ুন- জিজ্ঞাসা নং-৫৫৩

الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 6 =