ভিসা-ব্যবসা হালাল কিনা?

জিজ্ঞাসা–১৩০: আমি প্রবাসে থাকি । আমি বাংলাদেশ থেকে মানুষদের Germany-র ভিসা পাবার ব্যবস্থা করে,তাদের কাছ থেকে ফি নেই , তবে কি আমার income-টি হালাল হবে । আমি সমস্ত খরচের পরে খুব সামান্যই লাভ করব । প্রশ্নের জবাবটি দিলে খুবই উপকৃত হব। ধন্যবাদ। –Nasim

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই! যেহেতু কিয়ামতের দিন উপার্জনের উৎস সম্পর্কে জবাবদিহি করতে হবে সেহেতু মুমিনের জন্য হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ( সুনানুত তিরমিযী, হাদীস নং ২৪১৭)

আর ইসলাম কল্যাণকর সকল বস্তুকে মানবজাতির জন্য হালাল করেছে। আল্লাহ তা‘আলা বলেন, يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبا “হে মানুষ পৃথিবীতে হালাল ও তাইয়্যিব যা রয়েছে তা থেকে আহার কর।”(সূরা বাক্বারা ১৬৮)

সুতরাং আপনার উক্ত কাজের মাঝে যদি মিথ্যাচার, প্রতারণা, সুদ-ঘুষের সম্পৃক্ততা, যুলুম, খেয়ানত না থাকে; বরং যদি কাজটা আপনি সততা, আমানতদারিতা, স্বচ্ছতা, আন্তরিকতা, শৃঙ্খলা ও ওয়াদা পালনসহ সম্পাদন করতে পারেন তাহলে এর বিনিময়ে মুনাফা অর্জন আপনার জন্য হালাল হবে। হাদীসে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ
‘‘আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সৎ ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবীগণ, সিদ্দিকীন ও শহীদদের সাথে থাকবে।”
(সুনানুত তিরমিযী, হাদীস নং ১২০৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =