ভুলক্রমে স্ত্রীর পায়ুপথে প্রবেশ হয়ে গেলে হুকুম কি?

জিজ্ঞাসা–১৩২৮: আমি আমার স্ত্রীর সাথে সহবাস করি, তা করার সময় ভুলক্রমে স্ত্রীর পায়ুপথে প্রবেশ হয়ে যেত তা আস্তে বের কর নিতাম। আগে বাধা দিতেন স্ত্রী। তবে বেশ কিছুদিন বাঁধা দেন না। এতে কিছু সময়ে পায়ুপথে ঢুকে রাখা যাবে?–ইমন।

জবাব: স্ত্রীর পায়ুপথে সহবাস জঘন্যতর কবিরা গুনাহ। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَ

যে ব্যক্তি স্ত্রীর সাথে নিতম্বে সহবাস করে সে লা’নত প্রাপ্ত। (আবু দাউদ ২১৬২)

বিস্তারিত দেখুন, জিজ্ঞাসা নং–৬৮৫।

সুতরাং ভুলেও উক্ত কাজ করবেন না। আর অতীতের জন্য উভয়ই আল্লাহর কাছে তাওবা করুন।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =