মনী ও মজির মধ্যে পার্থক্য; মজি বের হলে গোসল ফরজ হয় কি ?

জিজ্ঞাসা–৮৫২: মজী এর স্পষ্ট ধারণা। মজী নিরগত হলে গোসল ফরজ হয় কিনা?– আরসান।

জবাব: একটি হল, মনী তথা বীর্য , আরেকটি হল মযি তথা কামরস। এতদুভয়ের মাঝে মৌলিক চারটি পার্থক্য রয়েছে–

১। মনী সবেগে ও শক্তি দিয়ে বের হয়। পক্ষান্তরে, মযি কোন গতি ছাড়া বের হয়। কখনও কখনও এটি বের হওয়ার সময় মানুষ টেরও পায় না।

২। মনী হচ্ছে, সাদা, ঘন, গাঢ় তরল। এর গন্ধ গাছের মঞ্জরী বা ময়দার খামিরের মত। পক্ষান্তরে, মযি হচ্ছে, স্বচ্ছ, পাতলা, পিচ্ছিল তরল; এর কোন গন্ধ নেই।

৩। মনী বের হওয়ার পর যৌন নিস্তেজতা আসে। পক্ষান্তরে মযি বের হওয়ার পর এরকম কোন নিস্তেজতা আসে না।

৪। মনী বের হলে সাধারণত গোসল ফরজ হয়। পক্ষান্তরে মযি বা কামরস নির্গত হলে ওযূ নষ্ট হয় এবং গোসল ওয়াজিব হয় না। আলী রাযি. বলেন,

كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ

 আমার অধিক মযি বের হত। নবী ﷺ এর কন্যা আমার স্ত্রী হওয়া লজ্জার কারণে আমি একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল ﷺ তাকে বললেন যে, তুমি ওযূ কর ও লজ্জাস্থান ধুয়ে ফেল। (বুখারী ২৬৯)

বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–২৫২

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =