মসজিদের মাইক দ্বারা আযান ব্যতীত অন্য কোনো ঘোষণা দেয়া যাবে কি?

জিজ্ঞাসা–৮৮০: মসজিদের মাইক দ্বারা মৃত ব্যক্তির এলান কোন জিনিস হারানোর এলান দেওয়া জায়েয আছে কিনা? হাওলাসহ জানিয়ে উপকৃত করবেন।– md jahiruleslam

জবাব: মসজিদে আযান ব্যতীত অন্য কোন ঘোষণা উচিত নয়। যেমন হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে না। কেননা, আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

  مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِى الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا

কেউ মসজিদে হারানো বিজ্ঞপ্তি শুনলে সে যেন বলে, আল্লাহ যেন তোমাকে জিনিসটি ফেরত না দেন। কারণ, এ কাজের জন্য মসজিদগুলো বানানো হয় নি (মুসলিম ১২৮৮)

অনুরূপভাবে হুযাইফা রাযি. হতে বর্ণিত,

 فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَنْهَى عَنْ النَّعْيِ
আমি শুনেছি যে, মৃত সংবাদ প্রচার করতে রাসূল নিষেধ করেছেন ( তিরমিযী ৯৮৬)

তবে যদি মাইকটি এমনভাবে ওয়াকফকৃত হয় যে, দাতা দেওয়ার সময় মসজিদের কাজের সাথে সাথে অন্য কোন বৈধ কাজেও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, অথবা কোন এলাকায় মসজিদের মাইক দ্বারা জানাযার ঘোষণা দেওয়া প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও দাতা তা হতে বারণ করেন নি তাহলে সেক্ষেত্রে তার অনুমোদিত কাজে ব্যবহার করা জায়েয হবে। (আদ-দুররুল মুখতার ৪/৪৩৩, ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯, আহসানুল ফাতাওয়া ৬/৪৪৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =