মহিলারা নামাজে কিভাবে দাঁড়াবে ?

জিজ্ঞাসা-০৮:মহিলারা নামাজে পুরুষের মত পা ফাকা করে দাঁড়াবে না মিলিয়ে রাখবে?–আল্লাহর বান্দি তায়বা

জবাব: মহিলাগণ উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে। হযরত আব্দুল্লহ্ ইবনে আব্বাস (রা) কে মহিলাদের নামায সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : সংকোচিত ও (শরীরের অঙ্গ) মিলিয়ে নামায পড়বে। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১/২৭০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =