মাকরুহ কাকে বলে এবং কত প্রকার ও কি কি?

জিজ্ঞাসা–৭৫০: আসসালামু আলাইকুম। হযরত কেমন আছেন? মাকরুহ কত প্রকার এবং কি কি? এর সজ্ঞাগুলো যদি জানাতেন অনেক উপকৃত হতাম।–মোঃ তুষার আব্দুল্লাহ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

আলহামদুলিল্লাহ।

‘মাকরুহ’ শব্দটি ‘মাহবুব’-এর বিপরীত। মাহবুব মানে প্রিয়, মাকরুহ মানে অপ্রিয়।

শরিয়তের পরিভাষায় ‘মাকরুহ’ দুই প্রকার। ১- মাকরুহ তাহরীমি ২-মাকরুহ তানযীহি।

মাকরুহ তাহরীমি এটি (إلى الحرام أقرب) হারামের কাছাকাছি। এজন্য পরিভাষায় মাকরুহ তাহরীমি বলা হয়, যা ত্যাগ করার জন্য শরিয়ত  শক্তভাবে বলেছে তবে তা (دليل ظني) তথা ধারণানির্ভর দলিল প্রমাণিত; (دليل قطعي) তথা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। এটি সাধারণত ওয়াজিবের বিপরীতে ব্যবহার হয়। সুতরাং এধরণের মাকরুহ ত্যাগ না করলে গুনাহ আছে।

পক্ষান্তরে মাকরুহ তানযীহি এটি (إلى الحل أقرب) হালাল বা জায়েযের কাছাকাছি। এজন্য পরিভাষায় মাকরুহ তানযীহি বলা হয়, যা ছেড়ে দেয়ার জন্য শরিয়ত বলেছে, তবে শক্তভাবে বলে নি বিধায় ছেড়ে দিলে সাওয়াব আছে তবে করলে গুনাহ নেই। এটি সাধারণত সুন্নত কিংবা মুস্তাহাবের বিপরীতে ব্যবহার হয়। (আততাওযীহ ওয়াততালবীহ ২/১২৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

ন্তব্য

  1. ইমামের ক্ষেত্রে, তার পাঞ্জাবির হাতা যদি কিঞ্চিত গোটানো থাকে বা তা কব্জির সামান্য নীচে থাকে তাহলে এর হুকুম কি ??

    নামায নষ্ট হয়ে যাবে অথবা নামাযের সাওয়াবে কম বেশি হবে ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =