মালিক না পাওয়া গেলে কিভাবে ফেরত দিবে?

জিজ্ঞাসা-৫১: আমার ভাইয়ার দোকানে গত মার্চ ২০১৪ ইং সনে আল্লাহর এক বান্দা বিকাশ নাম্বারকরার জন্য আসেন। তিনি (২০০০) দুই হাজার টাকা আর নাম্বার দিয়ে চলে যান। তারপর নেটওয়ার্কের সমস্যার কারণে টাকাটা আর পাঠানো যায় নি। পরবর্তীতে তার রেখে যাওয়া নাম্বারে আমার ভাইয়া ফোন করে ঐ ব্যক্তির নাম বললে ওপাশ থেকে উত্তরদাতা বলে যে, আমি তাকে চিনি না। আর ভাইয়াও পরে টাকাটা পাঠাতে চেষ্টা করে, কিন্তু জানতে পারেন যে, ঐ ব্যক্তির রেখে যাওয়া নাম্বারটা বিকাশ নাম্বার নয়। আর এখনো পর্যন্ত ভাইয়া ঐ টাকা ওভাবেই রেখে দিয়েছেন। আর ঐলোকও আর আসেনি।এখন আমার জানার বিষয় হলো এই ঐ টাকা ভাইয়া কি করবে ?–আহমাদ ইবনে সুলতান।

জবাব: লোকটিকে কিংবা তার ওয়ারিসদেরকে কিংবা তার নিকটাত্মীয়কে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করার পরেও যদি  কাউকে না পাওয়া যায় তাহলে লোকটির তরফ থেকে টাকাগুলো গরীব-দুঃখীকে সাদাকাহ করে দিবে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

ন্তব্য

  1. মাননীয় মুফতি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =