মুসলিম হওয়ার পর কুফরি যামানার ভাল কাজগুলোর সাওয়াব পাবে কিনা?

জিজ্ঞাসা–৫০১: আমি একজন নওমুসলিম। আগে যখন হিন্দু ছিলাম তখন ভাল কাজ অনেক করেছি; যেমন খারাপ কাজও অনেক করেছি। ইসলাম গ্রহণের পর আমার খারাপ কাজগুলো তো অবশ্যই মিটে গেছে; কিন্তু ভাল কাজগুলোও কি মিটে গেছে? আমি কি আমার কুফরি যামানার ভাল কাজগুলোর কোন সাওয়াবই পাব না?–আবু বকর।

জবাব: প্রিয় দীনি ভাই, আলহাদুলিল্লাহ, ইসলাম এমন এক মহান নেয়ামত ও পরিপূর্ণ বরকতের নাম যে, যদি কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং এ ব্যপারে তার মাঝে সততা ও দৃঢ়তা পাওয়া যায় তাহলে কুফরি যামানায় সে যত ভাল কাজ করেছিল, ইসলামে প্রবেশ করার পর সে সবগুলোর সাওয়াব পাবে। হাদিস শরিফে এসেছে,

عن حَكِيم بن حِزَامٍ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللّهِ ﷺ : أَيْ رَسُولَ اللهِ، أَرَأَيْتَ أُمُوراً كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ، مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ أَوْ صِلَةِ رَحِمٍ، أَفِيهَا أَجْرٌ؟ فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ : أَسْلَمْتَ عَلَى مَا أَسْلَفْتَ مِنْ خَيْرٍ

হাকিম ইবনু হিযাম রাযি.- থেকে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! সদকা, দাসমুক্তি ও আত্নীয়-স্বজনদের সাথে সুসস্পর্ক রাখা ইত্যাদি যেসব নেক কাজ জাহিলি যুগে আমি করতাম, আমি কি তার কোন প্রতিদান পাব? রাসুলুল্লাহ ﷺ উত্তরে বললেন, অতীতে তুমি যেসব সৎ কাজ করেছ, তা সমেতই তুমি মুসলিম হয়েছ।(বুখারী ১৪৩৬ মুসলিম ১২৩)

আল্লাহ আপনার ও আমাদের ইসলাম কবুল করুন। আমীন।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন-
নওমুসলিম কতদিন পর্যন্ত নিজেকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দিতে পারবে?
বিধর্মীর ঘরে জন্ম নেয়া মানে কি আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত হওয়া?
চিরকাল জান্নাতে এবং চিরকাল জাহান্নামে বলতে কী বুঝানো হয়েছে?
বাবা-মা ভণ্ড পীরের মুরিদ; সন্তানের করণীয় কি?
অমুসলিমের সাথে লেন-দেন করলে ইবাদতের কোনো ক্ষতি হয় কি?
অমুসলিমের হাদিয়া গ্রহণ করা যাবে কিনা?
অমুসলিমদের সেমিনারে অংশগ্রহণ করা যাবে কি?
অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা?
অমুসলিম দেশে বসবাসকারীরা গরু-মুরগি বিসমিল্লাহ বলে খেতে পারবে কিনা?
অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা?
হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা?
হিন্দুকে সালাম দেয়া যাবে কি?হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =