মুসাফির আসা যাওয়ার পথে কসর পড়বে কিনা?

জিজ্ঞাসা–৬২৯: 48 মাইল দূরে কোন স্থানে 15 দিন অবস্থানের নিয়ত করলে আসা যাওয়ার পথে কি নামায কসর পড়তে হবে?–কামাল।

জবাব: হ্যাঁ, আসা যাওয়ার পথে কসর পড়তে হবে । কেননা, সফরের নিয়তে বের হয়ে নিজ এলাকা পেরুলে সফরের বিধান শুরু হয়। অনুরূপ সফর থেকে ফিরে আসার ক্ষেত্রেও নিজ এলাকার সীমানায় প্রবেশের সঙ্গেই তার সফরের বিধান শেষ হয়ে যায়।(রদ্দুল মুহতার ২/১২৮)।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + ten =