মোবাইলে কোরআন পড়া যাবে কি?

জিজ্ঞাসা–১৪৩৬: মোবাইলে কোরআন পড়া যাবে কি?–Al Amin

জবাব: মোবাইলে কোরআন পড়া যাবে। তবে কোরআন মজিদের মর্যাদা রক্ষার প্রতি পরিপূর্ণ যত্নবান হবে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

فَضلُ كلامِ اللهِ على سائرِ الكَلامِ ، كفَضلِ اللهِ علَى خَلقِه

সৃষ্টিকুলের কালামের উপর আল্লাহর কালামের মর্যাদা সেরূপ যেরূপ সকল সৃষ্টি উপর আল্লাহর মর্যাদা। (সুনানুদদারেমী ৩৩৯৬)

ইমাম নববী রহ. বলেন,

أجمع العلماء على وجوب صيانة المصحف واحترامه

ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে, কোরআন হেফাজত করা ও মর্যাদা দেয়া ওয়াজিব। (আলমাজমু’ ২/৮৫)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =