মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে কি?

জিজ্ঞাসা–১০৩৪: আমার বিয়ের দেন মোহর সাত লক্ষ টাকা। দেন মোহর বাবদ সাত লক্ষ টাকার জমি আমার স্ত্রীকে ভবিষ্যতে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বর্তমানে আমার কাছে চার লক্ষ টাকা আছে আমাকে কি যাকাত দিতে হবে? না দেন মোহর (ঋণ) পরিশোধনের পর যাকাত দিতে হবে?– মোঃ আওলাদ হোসেন।

জবাব: উক্ত চার লক্ষ টাকার যাকাত দিতে হবে। কেননা, অনাদায়ী মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে না। তবে যদি আপনি চলতি যাকাতবর্ষের মধ্যেই মোহর আদায় করে দেওয়ার ইচ্ছা করেন তাহলে সেক্ষেত্রে ঐ পরিমাণ টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে।

উল্লেখ্য, বিশেষ কোনো ওজর ছাড়া মহর আদায়ে বিলম্ব করা উচিত নয়। বরং একসাথে না পারলে ধীরে ধীরে হলেও তা আদায় করে দেওয়া উচিত। (খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০ আলবাহরুর রায়েক ২/২০৪ ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩ আদ্দুররুল মুখতার ২/২৬১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =