যাকাতের টাকা নিজের মা ও বোনকে দেয়া যাবে কি?

জিজ্ঞাসা–১১০৫: আমি যাকাতের টাকা কি বোনের বিয়ের জন্য মাকে দিতে পারব?–Romana Afroj

জবাব:

এক. নিজের মা-বাবাকে যাকাত দেয়া যায়না। এরা গরীব হলেও এদেরকে যাকাতের মাল দেওয়া যাবে না; বরং সামর্থ্য থাকলে তাদের খরচ চালানো আপনার জন্য ওয়াজিব; যদি তাদের খরচ চালানোর মত আপনি ছাড়া অন্য কেউ না থাকে। ইবনু মুনযির রহ. বলেন,

أجمع أهل العلم على أن نفقة الوالدين الفقيرين اللذين لا كسب لهما ولا مال واجبة في مال الولد
ওলামায়ে কেরাম এব্যাপারে একমত যে, সন্তান যদি সামর্থ্যবান হয় এবং মা-বাবা যদি গরিব হয় তাহলে তাঁদের জন্য খরচ করা সন্তানের ওপর ওয়াজিব। (আল মুগনি ১১/৩৭৫)
আর যদি সামর্থ্য না থাকে তাহলে তাদের খরচ চালানো আপনার জন্য ওয়াজিব নয়। যদিও এ ক্ষেত্রে উত্তম হলো, কষ্ট হলেও যথাসাধ্য মা-বাবারও ভরণ-পোষণের খরচ চালিয়ে যাওয়া। (তাবঈনুল হাকায়েক ৩/৬৪, রদ্দুল মুহতার ২/৬৭৮)
বিস্তারিত দেখুন, জিজ্ঞাসা নং–৬৭১।
দুই. তবে আপনার বোন দরিদ্র হলে তাকে যাকাত দিতে পারবেন। কেননা, ভাই, বোন, চাচা, ফুফুসহ এজাতীয় সকল দরিদ্র আত্মীয়-স্বজনকে যাকাত দিতে কোন আপত্তি নেই। বরং তাদেরকে যাকাত দেওয়া হলে সেটা সদকা ও আত্মীয়তার হক আদায় এক সঙ্গে হবে। এর দলিল হচ্ছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
الصَّدَقَةَ في الْمِسْكِينِ صَدَقَةٌ وفي ذِي الرَّحِمِ صَدَقَةٌ وَصِلَةٌ
মিসকীনকে যাকাত দেওয়া সদকা। আর আত্মীয়কে দেওয়া সদকা ও আত্মীয়তার হক আদায়। (মুসনাদে আহমাদ ১৫৭৯৪ সুনানে নাসাঈ ২৫৮২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =