যাকাত দিতে হয় মূলধনের উপর না থেকে প্রাপ্ত লাভের উপর?

জিজ্ঞাসা–৫০০: এমন একটি কথা শুনেছি যে, ব্যাংক বা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো বা খাটানো মূলধনের উপর না, বরং তা থেকে প্রাপ্ত লাভের উপর বছরান্তে যাকাত দিতে হবে? ব্যাপারটা যদি ক্লিয়ার করতেন! জাযাকাল্লহ মুহতারাম।–Kamal

জবাব: যেদিন আপনার যাকাতের অর্থ বছর পূরা হবে ঐদিন আপনার কাছে নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ও সোনা-রূপা হিসেবে যত সম্পদ আছে, হিসাব করে যদি নেসাব পরিমাণ হয় তাহলে সব সম্পদের যাকাত আদায় করতে হবে। (বাদায়েউস সানায়ে ২/১২৩; আদ্দুররুল মুখতার ২/৩০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮১; মাজমাউল আনহুর ১/২৯৯)

হিসাব করার সময় মূল্ধন কিংবা তা থেকে প্রাপ্ত বেনিফিড আলাদা করার কিছু নেই।

বিস্তারিত জানার জন্য পড়ুন–যাকাত কিভাবে আদায় করবেন?

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =