জিজ্ঞাসা–১১৬১: যাকাত সঠিকভাবে আদায় করলে ইনাকাম ট্যাক্স ফাঁকি দিলে সমস্যা হবে কি?–Syed Md Khurshid Anwar
জবাব: যাকাত একটি ফরজ ও অপরিহার্য ইবাদত। ইসলামী রাষ্ট্রব্যবস্থা থাকলে মুসলিম নাগরিকদের যাকাত দিলেই হয়ে যেত; ট্যাক্স দিতে হতো না। কেননা, যাকাত ট্যাক্সের বিকল্প হতো। এজন্য ট্যাক্স ইবাদত নয়; বরং তা সরকার থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার বিনিময়ে সরকারের প্রতি এক প্রকার সহযোগিতা। (জাদিদ ফিকহি মাসায়িল ১৭৫)
সুতরাং যদি সরকার জনগণ থেকে আদায়কৃত ট্যাক্স সত্যিকার অর্থেই জনগণের নাগরিক সুবিধার জন্য দেশের উন্নয়নমূলক খাত যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ ইত্যাদি কাজে ব্যয় করে তাহলে সে ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেয়া জায়েয হবে না। পক্ষান্তরে যদি সরকার উক্ত ট্যাক্স অন্যায় অবিচার অশ্লীলতা ও অবৈধ কাজে ব্যয় করে তাহলে সে ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে না। (https://almoslim.net/node/160238)
কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)
হাদিস শরিফে এসেছে, উকবা ইবন আমির রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে,
لاَ يَدْخُلُ الْجَنَّةَ صَاحِبُ مَكْسٍ
অনৈতিকভাবে নিদিষ্ট পরিমাণের চাইতে অধিক গ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (সূনান আবু দাউদ ২৯২৭)
ইমাম সারাখসী রহ. লিখেন,
والَّذي رُوي من ذمِّ العشَّار محمول على من يأخذ مال النَّاس ظلمًا … دون من يأخذ ما هو حقٌّ، وهو الصَّدقة
উশর গ্রহণকারীদের তিরস্কার করে যা বর্ণিত হয়েছে, তা দ্বারা উদ্দেশ্য–যারা অন্যায়ভাবে জনগণের মাল গ্রহণ করে। আর যারা ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করে তারা তো এতে সদকার সওয়াব পাবে। (মাবসুত ২/১৯৯)
শায়েখ উমায়ের কোব্বাদী