যারা রোজা রাখে না তারা কি তারাবি নামাজ পড়তে পারবে?

জিজ্ঞাসা–৭৮০: যারা রোজা রাখে না তারা কি তারাবি নামাজ পড়তে পারবে? md shakib howlader

জবাব: রমজান মাসের তারাবিহ নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ। সুন্নাতে মুয়াক্কাদাহর মর্যাদা প্রায় ওয়াজিবের মতো। যা ছাড়লে গুনাহ হয়।

ইবন নুজাইম রহ. বলেন,

 والذي يظهر من كلام أهل المذهب أن الإثم منوط بترك الواجب أو السنة المؤكدة على الصحيح

মাযহাবের ইমামদের কথা থেকে স্পষ্ট হয় যে, ওয়াজিব অথবা সুসুন্নাতে মুয়াক্কাদাহ ত্যাগ করলে বিশুদ্ধ মতানুযায়ী গুনাহ হয়। (আল বাহ্রুররায়েক ১/৩১৯)

সুতরাং যে ব্যক্তি শরিয়তসম্মত কোনো ওজরের কারণে রোজা রাখতে পারে না, কিন্তু তারাবিহ পড়তে পারে তাকেও তারাবিহ পড়তে হবে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =