জিজ্ঞাসা–৫৮৩: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুস্থতার দোয়া করি। হযরত, রাতে ঘর ঝাড়ু দেয়া যায় না বলে একটি কথা শোনা যায়? এটি কি সত্যি?–বিনতে মুমিনুর রহমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস। বরং সাঈদ ইবন মুসায়্যাব রহ. বলেন,
إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ…فَنَظِّفُواأَفْنِيَتَكُمْ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ
আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা তিনি ভালবাসেন; তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা তিনি ভালবাসেন…। সুতরাং তোমাদের ঘর-বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে, ইয়াহূদীদের মত হয়ো না। (তিরমিযী ২৭৯৯)
অনেকে রাতে ঘর ঝাড়ু দেয়াকে অলক্ষুণে মনে করে। মনে করে, এর কারণে ঘরে মুসিবত আসে। অথচ রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ وما مِنَّا إلا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ
শুভ-অশুভ নির্ণয় শিরক, শুভ-অশুভ নির্ণয় শিরক, শুভ-অশুভ নির্ণয় শিরক। আমাদের প্রত্যকেরই মনে কোনো না কোনো অসুবিধা দেখা দেয়, তবে আল্লাহ তাআলা তাওয়াক্কুলের বদৌলতে তা দূর করে দেন। (আবু দাউদ ৩৯১০)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ তাওহীদ বাস্তবায়িত হয় কিভাবে এবং বাস্তবায়নকারী কী পুরস্কার পাবে? ☞ মেডিটেশন (meditation) বা যোগ ব্যায়াম (yoga) হারাম কেন? ☞ গর্ভবতী মায়ের সুস্থ থাকার জন্য ঝাড়ফুঁক করা যাবে কি? ☞ পীর-ওলি ও মাজারের নামে মানতকৃত পশু খাওয়া যাবে কি? ☞ তাবিজ ব্যবহারের ব্যাপারে ইসলাম কী বলে? ☞ রাতে কাপড় ছাদে ঝুলিয়ে রাখলে সমস্যা আছে কি? ☞ বদ নজর বা নজর লাগা কি? এটা কি কোন কুসংস্কার? ☞ শনির দশা থেকে মুক্তির উপায় বিষয়ে ইসলাম কী বলে? ☞ কোন দিন বিয়ে করা যাবে না? ☞ উইন্ড চাইম, ড্রিমক্যাচার সৌন্দর্যের জন্য ঘরে রাখা যাবে কি?