গর্ভবতী মায়ের সুস্থ থাকার জন্য ঝাড়ফুঁক করা যাবে কি?

জিজ্ঞাসা–৫২০: গর্ভবতী মায়ের সুস্থ থাকার জন্য অথবা দুষ্ট জ্বিনের আছর থেকে রক্ষা পাওয়ার জন্য কোন দড়ি/রশি পড়া শরীরে বাঁধা যাবে?– Rina akter

জবাব: কোরআন মজিদের আয়াত, আল্লাহ’র নাম ও দোয়ায়ে মাছুরা (যে সব দোয়া হাদীছে উল্লেখ আছে) দ্বারা সুতায় ঝাড়ফুঁক করে তা চিকিৎসা হিসেবে ব্যবহার করা সর্বসম্মতিক্রমে জায়েয।

وهي جائزة بالقرآن والأسماء الإلهية وما في معناها بالاتفاق وبما عداها حرام لا سيما بما لا يفهم معناه

কোরআন মজিদের আয়াত, আল্লাহ’র নাম ও অনুরূপ কিছু দ্বারা হলে ঝাড়ফুঁক করা সর্বসম্মতিক্রমে জায়েয। এছাড়া অন্য কিছু দ্বারা হলে; বিশেষত অর্থ বুঝে না আসলে তা হারাম। (আউনুল মাবুদ ১০/২৬৪)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =