রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবে কি?

জিজ্ঞাসা–৩৬৮: আমার পশ্ন , কারো যদি হাঁপানির রোগ থাকে তার গ্যাস নিতে হয়, সে রোজা অবস্থায় গ্যাস ব্যবহার করতে পারবে কি না?–কে.এম রাসেল।

জবাব: সংশ্লিষ্ট ডাক্তারের সচিত্র ব্যাখ্যা থেকে এ কথা সুস্পষ্টভাবে বোঝা গেছে, গ্যাস/ইনহেলার স্প্রে করার পর এর কিছু অংশ খাদ্যনালীতেও প্রবেশ করে। সুতরাং এটি ব্যবহারের কারণে রোযা নষ্ট হয়ে যাবে।

তাই সাহরীর শেষ সময় এবং ইফতারের প্রথম সময় গ্যাস/ইনহেলার ব্যবহার করলে যদি তেমন অসুবিধা না হয় তবে রোযা অবস্থায় গ্যাস/ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। কিন্তু অসুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনেও ব্যবহার করা জরুরি হয় তাহলে তখন ব্যবহার করতে পারবে। তবে সেক্ষেত্রে করণীয় হল :

১. উক্ত ওজরে দিনের বেলা গ্যাস/ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে।

২. পরবর্তীতে রোগ ভালো হলে এর কাযা করে নিবে।

৩. আর ওজর যদি আজীবন থাকে  তাহলে ফিদয়া আদায় করবে।

(সূরা বাকারা (২) : ১৮৪; মাজমাউল আনহুর ১/৩৬৬; রদ্দুল মুহতার ২/৩৯৫; মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, সংখ্যা : ১০, ২/৩১-৬৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =